মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড রায় প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী।
লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম জানান, সোমবার ১৯ জানুয়ারী ২০২৬ ইং তারিখ বিকেলে এ রায় প্রদান করেন।
সেসন নং-১৮৬ /২২, জি আর নং- ৩৩৭ /২১ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মামলা নং- ৩৩ তাং-৩০/১০/২১ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ ( ১) সারণির ১৪ (গ)/২৬(১)।
আসামির বিরুদ্ধে পুলিশের আনীত অভিযোগে বলা হয়, ১৯২ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ইস্কাপ পাচার করে বিক্রি করার সময়ে হাতে- নাতে আটক করা হয়।
অপরাধ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহার নামীয় হাজতি আসামি লালমনিরহাট জেলার কালিগন্জ উপজেলার লতাবর গ্রামের মোঃ আঃ ছাত্তারের ছেলে নাজিরুল ইসলাম ওরফে নজরুল( ৪০)কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে বিজ্ঞ আদালত।