January 20, 2026, 6:15 pm

News Headline :
লালমনিরহাট ১ আসনে জামায়াত প্রার্থী নীরব ভোটে এগিয়ে, বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বি টিআর কাবিখার ভুয়া বিল ভাউচার বানিয়ে লক্ষ, লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদক’সহ ১ জন আটক মোহনপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির! গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা লালমনিরহাটে সীমান্ত ব্যাংক ও ১৫ বিজিবি’র শীত বস্ত্র বিতরন তদন্তের নির্দেশ উপেক্ষিত, বহাল তবিয়তে কর্মকর্তা: তালবাহানার উত্তর
লালমনিরহাট ১ আসনে জামায়াত প্রার্থী নীরব ভোটে এগিয়ে, বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বি

লালমনিরহাট ১ আসনে জামায়াত প্রার্থী নীরব ভোটে এগিয়ে, বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বি

মিজানুর রহমান,লালমনিরহাট: ত্রোয়দশ নির্বাচনে লালমনিরহাটের ০১ আসনে নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে,এবারের নির্বাচনে তিস্তা পাড়ের মানুষের জন্য গুরুত্বপুর্ন্য,বৃহত রাজনৈতিক দল আওয়ামীলীগ নির্বাচনে অনুপস্থিত,জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় নাঙ্গলের ভোট ব্যাংকে ভাটা পড়েছে, ফলে লালমনিরহাট ০১ সংসদীয় আসনে এবারের নির্বাচনী ফলাফল অতীতের সকল হিসেব নিকেষ বদলে দিবে।বিগত ৫টি সংসদীয় নির্বাচনের ধারাবাহিক ফলাফল এবার নির্বাচনে প্রভাব পড়বে না ভোটের মাঠে।

০৫ আগষ্টের পরবর্তী দলীয় কর্মীদের চাঁদাবাজি, সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা,উন্নয়ন বঞ্চনা, দলীয় কোন্দল,দীর্ঘ আন্দোলন সংগ্রামের শরীক দল ভোটের মাঠে মুল প্রতিপক্ষ,তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি,রাজনৈতিক দলগুলোর নির্বাচনী মোর্চা গঠন,এই হিসেব নিকেষ নিয়ে ভোটারদের জল্পনা কল্পনায় ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ভোটের মাঠে অনুপস্থিত থাকলেও দলীয় সমর্থকদের প্রতিদিন যোগদান করিয়ে ভোটের আনুপাতিক হার বাড়াতে ব্যাস্ত দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীকে।

লালমনিরহাট সংসদীয় আসন ০১দুটি উপজেলা ০১টি পৌরসভা, ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমনিরহাট ০১ আসন, ৫লাখ ৭৬ হাজার ৬৮৩ জন মোট ভোটার।জাতীয় পার্টির দুর্গ হিসেবে একসময় পরিচিত লালমনিরহাট ০১ আসন ২০০১সাল থেকে নৌকা মার্কার দখলে চলে যায়।দীর্ঘ দিন পর আসনটিতে নতুন মুখ দেখবে এবার, মাঠ ঘুরে ভোটারদের দৃষ্টিতে এবারের নির্বাচনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে দীর্ঘদিনের রাজনৈতিক শরিক দুই দলের প্রার্থী জামাত এবং বিএনপির মধ্যে।বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান,দীর্ঘ ১৭ বছর ধরে দলের কান্ডারী হিসেবে নেতা কর্মীদের মামলা,হামলা বিপদ আপদে পাশে থেকেছেন তিনি,পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলার নেতা কর্মী বৃন্দ রাজীব প্রধানের বিজয়ের ব্যাপারে আশাবাদী, তারা ঐক্যবদ্ধ ভাবে ভোটের মাঠে কাজ করে যাচ্ছে।

প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে দীর্ঘদিনের শরিক দল জামায়াত ইসলামি বাংলাদেশ মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু,তিনি জামাত সমর্থিত কেন্দ্রীয় শিল্পবানিজ্য বিভাগের সহ- সভাপতি, দীর্ঘদিন ধরে আসন ভিত্তিক সংগঠন বিস্তৃতি,কোভিড কালীন ব্যাপক সাহায্য সহযোগীতা,০৫ আগষ্টের পরে সংখ্যালঘু পরিবার গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত ব্যাতিক্রম উদ্দোগ গ্রহন করে,ভোটের মাঠে এটি প্রভাব ফেলবে।এছাড়া মহিলা ভোটার আকর্ষনে জামায়াতের বাড়ী বাড়ী গনসংযোগ ভোটের মাঠে ব্যাপক প্রভাব ফেলবে,পলাতক আওয়ামীলীগের বিশাল ভোট ব্যাংক নিজেদের পক্ষে আনতে জামায়াত কৌশলী ভুমিকা গ্রহন করায় এবারের নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থী বিজয়ে শতভাগ আশাবাদী।

২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে এই আসন চারদলীয় জোটের শরিক জামায়ত ইসলাম কে ছেড়ে দেওয়া হয়েছিল,জামায়াতের প্রার্থী জোট গত ভাবে ৭৪ হাজার ভোট পেয়ে নৌকা মার্কার নিকটতম প্রতিদন্দ্বী ছিলেন।এবারের নির্বাচনে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবার সাথে সাথে দলীয় ভোট বৃদ্ধি পেয়েছে,সেই সাথে শরিক দলের প্রার্থী মুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় ভোট দুই ভাগে বিভক্ত হবে।জাতীয়পার্টির জৌলুস না থাকলেও জোটগত ভাবে সবসময় কৌশলী অবস্থানে ছিল, এবারের পেক্ষাপট ভিন্ন হলেও শেষ সময় নির্বাচনী জোটের আশায় জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা কে,ভোটের মাঠে জাতীয় পার্টির তেমন প্রভাব না থাকলেও সেই আশায় জাতীয় পার্টি রয়েছে, এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে শিহাব, ইসলামি আন্দোলনের মাওলানা ফজলুল করিম শাহরিয়ার,এবি পার্টির রায়হানুল ইসলাম রছি,সকল সমীকরন মিলিয়ে আগামী ১২ ফেব্রুয়ারী জামায়াতে ইসলামি নীরব ভোটে এগিয়ে থাকায় বিজয়ের ব্যাপারে তার সমর্থকরা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.