শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন মানবিকতার এক অনন্য উদাহরণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন হোসেইন ও শিক্ষকবৃন্দের উদ্যোগে শুধু শিক্ষার আলোই নয়, বিপদে পড়া শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে সহায়তার হাত।
সম্প্রতি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. রিফাত হোসেন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রধান শিক্ষক মো. শাহিন হোসেইনের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে রিফাতের পাশে দাঁড়ান এবং চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও রিফাতের পরিবারকে নানাভাবে সহযোগিতা করেন। রিফাত ওই এলাকার আজাদ ফকির ও শাপলা বেগমের ছেলে।
গ্রামবাসী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শাহজাদপুরের এই বিদ্যালয়টির শিক্ষার মান যেমন দিন দিন উন্নত হচ্ছে, তেমনি শিক্ষকরাও নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। বিশেষ করে প্রধান শিক্ষক শাহিন হোসেইন ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে দীর্ঘ দিন ধরেই মানুষের বিপদে এগিয়ে আসছেন।
রিফাতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী শিক্ষকদের এই আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, শিক্ষকদের এমন মানবিক আচরণ সমাজ ও শিক্ষার্থীদের জন্য বড় একটি অনুপ্রেরণা।
শিক্ষকবৃন্দের এমন উদ্যোগের ফলে বাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শাহজাদপুর এলাকায় এখন এক আদর্শ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি পাচ্ছে।