January 28, 2026, 8:19 pm

News Headline :
লালমনিরহাটে বিজিবির অভিযানে ১রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার বদলির আদেশ অকার্যকর! বিএডিসিতে হারুন অর রশিদের রাজনৈতিক দাপট অটুট বেলপুকুরে বাসের ধাক্কায় ৩ জন নিহতের ঘটনায় বাস চালক ও পুলিশ হেনস্থাকারী আটক দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ লালমনিরহাটে বিপুল পরিমান মাদক উদ্ধার লালমনিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষ -আহত ২০ জন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত লালমনিরহাট সদর আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় কেবল সিলেবাস নয়, জীবন গড়ার পাঠ দিচ্ছে শাহজাদপুরের বাতিয়া স্কুল বাগমারায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ!
লালমনিরহাটে বিজিবির অভিযানে ১রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

লালমনিরহাটে বিজিবির অভিযানে ১রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিক নির্দেশনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনার গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন সময় পলিথিনে মোড়ানো অবস্থায় ইউএসএ এর তৈরী বিদেশী পিস্তল ০১টি, ম্যাগাজিন ০১টি ও ০১ রাউন্ড গুলি (মালিকবিহীন) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ০৩ টি সংসদীয় আসনে ০৫ টি উপজেলায় সর্বমোট ১৯ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোন ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.