November 17, 2025, 7:19 pm

দেশের বিভিন্ন এলাকায় একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

দেশের বিভিন্ন এলাকায় একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

 

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এর প্রভাব পড়েছে মোবাইল নেটওয়ার্কেও। মোবাইল ব্যবহারকারী জানিয়েছেন, মোবাইলে কথা বলতে ও ইন্টারনেট ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে।

এ তথ্য স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব)। সংগঠনটির পক্ষে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে এক বিবৃতি পাঠানো হয় গণমাধ্যমে।

এমটব জানিয়েছে, ‘জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এই সাময়িক পরিস্থিতির জন্য আমরা দুঃখিত।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.