November 18, 2025, 3:17 am

খুলনায় দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত

খুলনা নগরীতে মো. পলাশ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সৌরভ নামে আরেক যুবককে কুপিয়ে জখম করা হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে নগরীর টুটপাড়া তালতলা ক্রস রোডের বালির মাঠ এলাকায় হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত যুবক লবণচরার ২নং গলির ভুতের আড্ডা এলাকার বাসিন্দা মো. শিপনের ছেলে।

এলাকাবাসী জানায়, নগরীর টুটপাড়া এলাকার একটি গ্রুপের সঙ্গে পলাশের দীর্ঘদিনের বিরোধ ছিল। দুপুরে পলাশ ও সৌরভ তালতলা ক্রস রোডের কাছে আসলে নুর আজিম গ্রুপের সদস্যরা তাদের দেখে তাড়া করে। ওই দু’ যুবক বালুর মাঠের দিকে দৌঁড় দেয়। দুর্বৃত্তরা তাদের দু’ জনের পিছু নেয়। পরে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। সৌরভ সেখানে চিকিৎসাধীন রয়েছে।

রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় এখনও কেউকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.