November 17, 2025, 9:21 am

বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে বিদেশি জাহাজ এম ভি থর ফ্রেন্ড

বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে বিদেশি জাহাজ এম ভি থর ফ্রেন্ড

মোংলা প্রতিনিধি

যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর জন্য ১৫৩৭.৯৯৯ মেট্রিক টন ও ১৬৮ প্যাকেজ আনুষঙ্গিক মালামাল নিয়ে মংলা বন্দরের ৮ নম্বর জেটিতে আজ সোমবার (১০ অক্টোবর) আনুমানিক দুপুর একটার দিকে পানামা পতাকাবাহী জাহাজ এমভি থর ফ্রেন্ড ভিড়েছে।

সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর কাঠামো মেশিনারিজ পণ্য নিয়ে জাহাজটি মংলা বন্দরে এসে পৌছেছে, এসব আমদানি পণ্য নিয়ে বিদেশি জাহাজ এমভি থর ফ্রেন্ড গত ২০ দিন আগে হাইফুং বন্দর থেকে ছেড়ে আসে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ,শিপিং এজেন্ট এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আসা পণ্যগুলো খালাস এর পর নদী পথে ছোট ছোট লাইটারে করে, এই মালামাল যমুনা নদীর পাড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু স্থলে পৌঁছাবে, মংলা বন্দরে আসা রেল সেতুর এটি পঞ্চম চালান।

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশের চলমান মেগা প্রকল্প গুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, যার বাস্তবায়ন এখন দৃশ্যমান। এই সেতুর মেশিনারি পণ্যের চালান মংলা বন্দর দিয়ে আমদানি হওয়া বন্দরে ব্যাপক সক্ষমতার প্রমাণ দেয়।

পদ্মা সেতু চালু হওয়ায় মংলা বন্দর সক্ষমতাকে অধিকতর কাজে লাগানো সম্ভব হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সব বন্দরের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব অনেকাংশে কম হওয়ায় মংলা বন্দর ব্যবহারে আমদানি ও রপ্তানিকারকদের আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।এ ছাড়া দেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়ে আমদানি খালাস ও পরিবহন হচ্ছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে মংলা বন্দরে সুনাম বৃদ্ধিসহ কর্মচাঞ্চল্য ও আয় বাড়ছে।

বন্দর চেয়ারম্যান আরো বলেন আগামী দুই বছরের মধ্যে এই বন্দর আন্তর্জাতিকভাবে অনন্য পর্যায়ে পৌঁছাবে, সেই সঙ্গে চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসেবে সরাসরি অর্থনীতিতে আরো ব্যাপক আকারে ভূমিকা রাখতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.