November 27, 2024, 11:45 pm

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৮০০ লিটার চোরাই ডিজেলসহ আটক ১

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৮০০ লিটার চোরাই ডিজেলসহ আটক ১

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে পাচার হওয়া জ্বালানি তেল বোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়েছে।

মোংলা কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের মোংলা কার্যালয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্টগার্ড ও পুলিশের যৌথভাবে এ অভিযান চালায়। সে সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকা থেকে ১৫শ’ লিটার ডিজেলসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করা হয়। এ সময় ওই ট্রলারটিতে থাকা তেল পাচারকারী চক্রের সদস্য রিয়াজ হাওলাদারকে (২২) গ্রেফতার করে যৌথবাহিনী।

রিয়াজ উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকার মামাভাগ্নের মোড়ের বাসিন্দা এনামুল হাওলাদারের ছেলে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা দায়ের করে জব্দ ট্রলারসহ চোরাই তেল এবং রিয়াজকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয় গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যমতে সোমবার রাতে মাদ্রাসা রোড সংলগ্ন বঙ্গবন্ধু ক্যানেল থেকে চোরাই তেল এবং ট্রলারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা নেওয়া হবে।’

এর আগে গত ১৪ সেপ্টেম্বর পশুর নদী সংলগ্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে বন্দরের বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার করে আনা তিন হাজার ৫০০ লিটার ডিজেল এবং এক হাজার ৮০ মিটার মুরিংরুপ (জাহাজ বাঁধা রশি) উদ্ধার করে কোস্টগার্ড

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.