তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভার কালিগঞ্জ হাট মিতালী তরুণ সংঘ ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ(গতকাল) শনিবার বিকেলে কালীগঞ্জ হাট কাউন্সিল মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কালীগঞ্জ হাট তরুণ সংঘ ক্লাবের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাদির আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ আওয়ামী লীগ নেতা কালীগঞ্জ হাট তরুণ সংঘ ক্লাবের উপদেষ্টা আবুল বাসার সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু,সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আহম্মেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইটসহ পরিষদ সদস্য আতিকুর রহমান, ওয়াজেদ আলী, বিশ্বজিৎ চৌধুরী ক্রিয়া সম্পাদক সাফিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত জনসাধারণের মধ্যে প্রধান অতিথির বক্তব্যে আবুল বাসার সুজন বলেন,বর্তমান যুগে মাদকের দিকে যুব সমাজ যেভাবে আকৃষ্ট হচ্ছে তা অতিব দুঃখজনক, স্কুল কলেজে না গিয়ে মাদকের দিকে আসক্ত হচ্ছে। ফলে একজন মাদকাসক্ত ব্যক্তির জন্য পুরো পরিবার সমাজকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এখনই সময় সমাজ থেকে মাদক নির্মূলে সকল ইয়াং জেনারেশনকে এগিয়ে আসতে হবে, স্কুল কলেজে পড়া ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকমের খেলাধুলায় মনোভাব দিতে হবে। আজ আমাদের নারীরাই বিশ্বকাপ ফুটবল খেলে বিশ্বকাপ জয়ী করে দেশের মুখ উজ্জ্বল করলো। তাই প্রতিটি গ্রাম ভিত্তিক যুব সমাজের উদ্যোগে ক্লাব গড়ে তুলে ছেলে-মেয়েদের খেলাধুলায় আসক্ত করতে এগিয়ে আসতে হবে। আজকের যুব সমাজ আগামীদিনের রঙিন ভবিষ্যৎ বলে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনসচেতনতা গড়ে তুলতে আহ্বান জানান।