November 17, 2025, 9:21 am

১ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লিপি গ্রেফতার

১ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লিপি গ্রেফতার

 

প্রেস বিজ্ঞপ্তি

০৮ (আট) মাদক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিপি বেগম কে ০১(এক) কে জি গাঁজা সহ টিম মতিহার কর্তৃক গ্রেফতার।

আজ ইং ১৬-১০-২০২২ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় মোসা: লিপি বেগম ( ৪০) স্বামী: মো: নজরুল ইসলাম, পিতা: মনসুর রহমান, সাং- বাজে কাজলা (সাকোপাড়া মসজিদ সংলগ্ন), থানা: মতিহার, রাজশাহী কে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আমিনুর রহমান, এ এসআই শাওন আলী সহ টিম মতিহার থানা মতিহার থানাধীন বাজে কাজলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ মাদক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রয় কালীন টিম মতিহার থানা এর জালে ০১ (এক) কে জি গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিল । জামিনে বেরিয়ে এসে সে পুনরায় গাঁজা/হিরোইন/ইয়াবা ব্যবসা শুরু করে। আজ তাকে হাতেনাতে গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হয় টিম মতিহার।

এই কুখ্যাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধন্যবাদ টিম মতিহার। সাইবার ক্রাইম অপরাধী, মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী , সন্ত্রাসী সংক্রান্তে টিম মতিহারকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জনাব মোঃ আনোয়ার আলী তুহীন, অফিসার ইনচার্জ, মতিহার থানা, আর এম পি রাজশাহী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.