মোহনপুর
মোহনপুরের কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের পাশে মরগা বরফ মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় মিল কর্মচারী গুরুতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়ে। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
মিল ম্যানেজার দিপেন্দ্রনাথ শাহ জানান, মিলের মালিক জালাল হোসেন ঢাকার থাকেন। শুক্রবার সন্ধ্যার সময় দু-জন যুবক মিলে এসে পানি খেতে চায়। এরপর তারা পানি খেয়ে মিলের ভেতরের অবস্থা জেনে চলে যায়। সেসময় মিলের ভেতরে কামরুল ইসলাম ও নয়ন হোসেন নামে দুইজন কর্মচারী কাজ করছিলেন। এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে পাঁচ জন যুবক মিলে ঢুকে মিল কর্মচারীদের গলায় চাকু ধরে যা যা আছে বের করতে বলে। এসময় বাঁধা দিলে মিল কর্মচারী নয়ন হোসেনের হাতে কোপ দেয়। অপর কর্মচারী কামরুল ইসলামের গলায় চাকু ধরে জিম্মি করে রেখে মিলের ভেতরের সবকটি ড্রয়ার ও আলমারি তছনছ করে আলমারিতে থাকা ২ হাজার ৩৫০ টাকা ও কর্মচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশা জানান, জড়িতদের দ্রুত সন্ধানে কাজ করছে পুলিশ।