November 27, 2024, 11:12 pm

ভারতে সাজা ভোগ করে দেশে ফিরলো ২৩ বাংলাদেশি

ভারতে সাজা ভোগ করে দেশে ফিরলো ২৩ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি নাগরিক।

রোববার (৬ নভেম্বর) বিকেলে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং গোয়াইনঘাট থানা পুলিশের উপস্থিতিতে ডাউকি ইমিগ্রেশন পুলিশ তাদের তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।

পরবর্তীতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই রুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভারত থেকে ফেরা ২৩ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এদের মধ্যে, আবার অনেকেই বিভিন্ন প্রলোভনে পরে চোরাই পথে ভারতে যান। সেখানে আটকের পর তারা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।’

রুনু মিয়া বলেন, ‘পরবর্তীতে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ভারতের ইস্ট ইন্ডিয়া রাজ্যের তামাবিল স্থলবন্দর দিয়ে আজ তাদের দেশে পাঠানো হয়। দেশে ফেরার পর তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.