May 21, 2025, 4:04 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
গোমস্তাপুরে অস্ত্রসহ এনজিও পরিচালক গ্রেফতার

গোমস্তাপুরে অস্ত্রসহ এনজিও পরিচালক গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী ও মধুমতি এনজিও পরিচালককে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর-চৌডালা ব্রীজের টোলঘরের সামনে একটি বিদেশী পিস্তুল, ৪রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা’র (এনজিও)’র পরিচালক মাসুদ রানা।

গোমস্তাপুর থানার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর থানার চৌডালা ব্রীজের টোলঘরের সামনে গোমস্তাপুর থানার এস আই অমিত দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মাসুদ রানার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তুল, ৪রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল সহ আটক করে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১, তারিখ ১৭-১১-২০২২খ্রি:। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মাসুদ রানাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, তাকে অস্ত্র সহ গ্রেফতারের সংবাদ সামাজিক গণমাধ্যম ফেইসবুকে প্রচারের সাথে সাথে মধুমতি এনজিও’র শাখাগুলোতে গ্রাহকদের ভীড় লক্ষ্য করা গেছে। যে শাখাগুলো খোলা আছে, সেগুলোতে গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য শাখার সামনে অবস্থান করছে। তবে অনেক শাখার কর্মচারীরার অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে।

আরো উল্লেখ যে, সাম্প্রতিককালে মধুমতি এনজিও’র কয়েকটি শাখার ব্যবস্থাপক ও কর্মচারী প্রায় সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে এবং গত দুই সপ্তাহ ধরে গ্রাহকরা বিভিন্ন অফিসে টাকা উত্তোলনের জন্য গেলে বিভিন্ন কৌশলে তাদের ফিরিয়ে পাঠানো হয়।
মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার নামে সমাজ সেবা কার্যালয় থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করে এ প্রতিষ্ঠানটি। অনুমোদন না থাকলেও চালিয়ে যাচ্ছিল ক্ষুদ্রঋণ কার্যক্রম। আবার অনেকের কাছেই উচ্চ সুদে সংগ্রহ করে আমানত। এদিকে মধুমতি এনজিও মালিকের গ্রেফতারের খবরে, এনজিওটির বিভিন্ন কার্যালয়ে
গ্রহকরা ভিড় জমিয়েছেন। গ্রাহকরা তাদের আমানত নিয়ে আছেন শঙ্কায়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.