November 17, 2025, 9:14 am

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮ তে পৌঁছেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের এখনও সন্ধান করছে বলে মঙ্গলবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার পশ্চিম জাভাতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম জাভার সিয়ানজুর এলাকায়।

এএফপি জানিয়েছে, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধারকারীরা একের পর এক মৃতদেহ বের করে আনছে। তবে ভূমিকম্পের কারণে রাস্তার উপর নিক্ষিপ্ত ধ্বংসস্তুপের কারণে বিধ্বস্ত বাড়িঘরে পৌঁছাতে উদ্ধারকারীদের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। সোমবার প্রাথমিকভাবে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ বললেও মঙ্গলবার বিকেলেই সেই সংখ্যা ১৫০ ছাড়িয়ে যায়।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ন্তো সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ২৬৮ তে পৌঁছেছে। এখনও পর্যন্ত অন্তত ১৫১ জন নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

তিনি বলেছেন, ‘আমরা এখনও হতাহতদের অনুসন্ধান এবং সরিয়ে নেওয়ার উপর মনোযোগ দিচ্ছি। এটাই অগ্রাধিকার। জরুরি উদ্ধার তৎপরতা শেষ হলে আশা করি সবাইকে খুঁজে পাওয়া যাবে।’

উদ্ধারকারীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে হতাহতদের অধিকাংশই শিশু। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২২ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫৮ হাজার মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.