রাজশাহী
রাজশাহী নগরীর বরেন্দ্র কলেজ এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির বেশকিছু মালামাল পুড়ে গেছে। সেই সাথে বাড়ির পাশের একটি কার সেন্টারে থাকা ৫টি প্রাইভেটকার পুড়ে গেছে। ওই কার সেন্টার থেকেই আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানার, কার সার্ভিসিং সেন্টারে আগুনে লেগে ৫ টি কার পুড়ে গিয়েছে। পরে সেখান থেকে পাশের ১০ তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটির ২ তলায় থাকা একটি রেস্টুরেন্ট পুড়ে যায়। তবে, আবাসিক ফ্ল্যাট গুলোতে তেমন কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় একজন আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ নভেম্বর ভোর ৪ টার দিকে প্রথমে কার কেয়ারে সেন্টারে আগুন লাগে। পরে সেখান থেকে পাশের বিল্ডিংএ আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভোর ৪ টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় ২ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।