নিউজ ডেস্ক: কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের পর ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে (২৬) এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে খুন করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
রোববার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুরুশকুলের ডেইলপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই ফয়সালের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্মেলনস্থলের বাইরে ফয়সালকে দেখে ধাওয়া দেয় কাওয়ার পাড়ার আজিজ সিকদার ও জহিরের নেতৃত্বে একদল হামলাকারী। এ সময় দৌড়ে মঞ্চে থাকা আওয়ামী লীগ নেতাদের কাছে গিয়ে আশ্রয় চান তিনি। এক পর্যায়ে মঞ্চস্থলে যায় তারা।
মঞ্চস্থলে হামলার সুযোগ না পেয়ে বাইরে অবস্থান নেয়। পরে আওয়ামী লীগ নেতারা মঞ্চস্থল ত্যাগ করলে নিরুপায় হয়ে ফয়সাল উদ্দীনও মঞ্চস্থল থেকে বেরিয়ে যান। সেখানে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা ফয়সালের ওপর আক্রমণ করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ফয়সাল উদ্দীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন।
আই:না