November 20, 2025, 12:28 pm

আগামীকাল থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট

আগামীকাল থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট

 

আগামীকাল বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে। আগামী শনিবার (৩ ডিসেম্বর) বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে নিজেদের ১০ দফা দাবি আদায় না হওয়ার কথা বলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছেন পরিবহন মালিকেরা।

তারা জানিয়েছেন, পরিবহন মালিকদের ১০ দফা দাবি নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হয়নি। ফলে মালিকদের পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে।

বিএনপি ইতোমধ্যে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে গণসমাবেশ করেছে। সেসব সমাবেশগুলোর আগে পরিবহন ধর্মঘট হয়েছে। রাজশাহীর গণসমাবেশের দুদিন আগে থেকেও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হতে যাচ্ছে। এ জন্য আগেভাগেই বিএনপি নেতাকর্মীরা রাজশাহী আসতে শুরু করেছেন।

এর আগে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবি না মানলে ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। তবে বিএনপি বলছে, এই ধর্মঘটের সঙ্গে মালিক-শ্রমিকদের সম্পর্ক নেই। এটি সরকারের চাপিয়ে দেওয়া।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘যেখানে বিএনপির সমাবেশ, সেখানেই পরিবহন ধর্মঘট। হাস্যকর একটা নাটক করছে সরকার। লোকে হাসছে এসব দেখে। এতে সরকারের জনপ্রিয়তা কি বাড়ছে? আমার তো মনে হয় এই পরিবহন ধর্মঘট দিয়ে এটাই প্রমাণ হচ্ছে যে এই সরকার বিএনপিকে কতটা ভয় পায়।’

তিনি বলেন, এই ধর্মঘটের সঙ্গে পরিবহন মালিক কিংবা শ্রমিকের কোনো সম্পর্ক নেই। সরকার বলে দিয়েছে তাই করতে হচ্ছে। এতে শ্রমিক ভাইয়েরাও কষ্ট পাচ্ছেন। এতে কোন সন্দেহ নেই।’

তবে এ অভিযোগ অস্বীকার করে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘কারও সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা এই দাবিগুলো তো অনেক দিন ধরেই করে আসছি। কিছু দিন আগে আমরা সংবাদ সম্মেলন করেও এসব দাবি জানিয়েছি।’

তিনি বলেন, ‘সবশেষ এবার নাটোরে সভা করে আলটিমেটাম দেওয়া হয়েছে যে আজ (বুধবার) রাত ১২টার মধ্যে দাবি না মানলে আমরা ধর্মঘটে যাব। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন সাড়া পাইনি। ফলে আমাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতেই হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.