স্টাফ রিপোর্টার, রাজশাহী:
মোহনপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন সারাদেশব্যপী বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও মিথ্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে মোহনপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল তাদের প্রধান কার্যালয় হতে বের হয়ে উপজেলার বিভিন্ন মোড়, সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ শেষ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপরে তারা সেখানে সারাদেশব্যপী বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দস সালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর উপজেলা যুবলীগ সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক অ্যাডভোকেট শাহিন শাহ্, সহ-সভাপতি একরামুল হক বিজয় সহ যুবলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম সহ ছাত্রলীগের নেতাকর্মীরা, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউপি ও ওয়ার্ডের আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিএনপির কর্মী-সমর্থকদের খুঁজে বের করে লাঞ্চিত করা হয় এবং তাদেরকে বাড়ির পথে ঘুরিয়ে দেওয়া হয়। এ সময় বিএনপি’র অনেক নেতা-কর্মীকে তারা লাঞ্ছিত করে।
উল্লেখ্য আগামীকাল ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে গত ২/৩ দিন ধরে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে রাজশাহীর মোহনপুর, তানোর, বাগমারা উপজেলার এবং নওগাঁ ও বগুড়া জেলার বিএনপির কর্মী-সমর্থকরা যাচ্ছিলেন। রাজশাহীতে যাতে বিএনপির সমাবেশ সফল না হয় সে লক্ষ্যে মোহনপুর উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগ বিএনপি নেতা-কর্মীদের এ বাধা প্রদান করে।