November 17, 2025, 7:04 am

চট্টগ্রাম ০৭-০৯ ব্যাচের গ্রান্ড জিটুজি ২০২২ অনুষ্ঠিত

চট্টগ্রাম ০৭-০৯ ব্যাচের গ্রান্ড জিটুজি ২০২২ অনুষ্ঠিত

চট্টগ্রাম ০৭-০৯ ব্যাচ কর্তৃক আয়োজিত গ্রান্ড জিটুজিতে সারাদেশের বন্ধুদের নিয়ে চট্টগ্রাম বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। আয়োজনের সারাদেশের প্রায় ১০০০+ বন্ধুরা একত্রিত হয়, সেই সাথে ০৭-০৯ ব্লাড প্যানেল, ০৭,০৯ এর মিরাক্কেলিয়ান সাইদুর রহমান পাবেল, হা-Show কমেডিয়ান তসলিম হাসান হৃদয়, এস কে শিল্পী বনী, এ.বি সোহাগ, চিত্রা বিথি, ইমরান, বংশীবাদক সোলাইমান, শিলা তনু সহ অনেকেই উপস্থিত ছিলেন।

উপস্থাপনায় ছিলেন নুরুল ইসলাম টুকু, আবু বকর আলামিন, স্বপ্না ও সাবা। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন চট্টগ্রাম ০৭-০৯ ব্যাচের বন্ধুরা। প্রতিবছরের ন্যায় এবারের আয়োজনেও ছিলো নাচ,গান, কমেডি সহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি।

পাশাপাশি রক্তদানে ভুমিকা রাখার জন্য ০৭-০৯ ব্লাড গ্রুপ ও মিরাক্কেল আক্কেল চেলেঞ্জারের সাইদুর রহমান পাবেল সহ অনেক কে ভিবিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.