November 20, 2025, 12:28 pm

তানোরে কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে রাম কমল সভাপতি বাক্কার সম্পাদক

তানোরে কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে রাম কমল সভাপতি বাক্কার সম্পাদক

 

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে রাম কমল সাহাকে সভাপতি ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে টানা রাত্রি আটটা পর্যন্ত চলে সম্মেলন। উপজেলা কৃষক লীগের সভাপতি জাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন জেলা আহবায়ক অধ্যাক্ষ তাজবুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য সচিব বিমল সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহী বিভাগীয় আহবায়ক আব্দুল লতিফ তারিন, কৃষিবিদ বিভাগীয় সদস্য শাখাওয়াত হোসেন সুইট, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণী সম্পদ সম্পাদক কৃষিবিদ শামসুদ্দিন আল আজাদ, উপজেলা আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রমুখ। সাবেক দপ্তর সম্পাদক শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, পৌর আ”লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি আ”লীগ সভাপতি মজিবর রহমান, পাচন্দর ইউপির চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান সভাপতি নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপির চেয়ারম্যান সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, বাধাইড় ইউপির চেয়ারম্যান ইউপি সম্পাদক আতাউর রহমান, পৌর কৃষক লীগ নেতা এন্তাজ মোল্লা প্রমুখ। সন্ধ্যার পরে দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন জেলা আহবায়ক তাবজুল।

রাত্রি আটটার পরে কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন নব নির্বাচিত সভাপতি হিসেবে উপজেলা আ”লীগের সাবেক যুগ্ন সম্পাদক পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা ও সাধারন সম্পাদক হিসেবে ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকের নাম ঘোষনা করেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.