November 20, 2025, 12:21 pm

রাজশাহী ফল উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

রাজশাহী ফল উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী ফল উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর একটায় নগরীর শালবাগান এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী ফল উন্নয়ন সংস্থার সভাপতি ইলিয়াস বেপারী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক শাহিন হোসেন কালু।

এ সময় আরো বক্তব্য রাখেন, ফল উন্নয়ন সংস্থার উপদেষ্টা গোলাম কিবরিয়া নান্নু, মাসুদ রানা শাহিন, স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান। সভায় সংগঠনের বার্ষিক আয় ব্যায়ের হিসাব বিবরণ তুলে ধরা হয়।

এ সময় বক্তারা বলেন গরিব অসহায় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অতীতে যেভাবে সহযোগিতা করা হয়েছে ভবিষ্যতেও তা করা হবে। কন্যাদায়, শিক্ষা ভাতাসহ অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। তারা বলেন দেশের বিভিন্ন জেলায় ফল মার্কেট থাকলেও রাজশাহীতে নেই। এজন্য ব্যবসায়ীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

তিনি এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী ফল উন্নয়ন সংস্থা সহ-সভাপতি আব্দুস সোবহান, সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদস্য দুলাল হোসেন, খাজা মইনুদ্দিন, আলী আকবরসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.