নিউজ ডেস্ক
নোয়াখালীর সেনবাগে প্রবাসীর স্ত্রীকে (২৫) গণধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার বিজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. সোহেল (২৮)।
পলাতক আসামিরা হলেন-উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে ইমন (২০)। এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিজবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীর একই এলাকার দূর-সম্পর্কের ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে ভিকটিমকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম প্রস্তাবে রাজি না হলে সে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত বৃহস্পতিবার রাতে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। ওই সময় আসামিরা তার মুখ চেপে ধরে পুকুর পাড়ের বাগানে নিয়ে গণধর্ষণ করে।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আর দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।