নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার বেলা ১২টায় রাজশাহীর উপশহরের এলাকায় প্রথম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভাচুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । নবনির্মিত মসজিদে একসাথে মোট ১ হাজার ২৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদে মুসল্লিদের জন্য রয়েছে অনেক সুযোগ ও সুবিধা।
নারী ও প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে।পাশাপাশি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে। চার তলার মসজিদটি সাড়ে ৪ হাজার বর্গমিটার।
মসজিদটির প্রাথমিক নির্মাণ ব্যয় করা হয়েছিল সাড়ে ১৬ কোটি টাকা। কিন্তু নির্মাণের চেয়ে তিন কোটি টাকা কমে মোট ১৩ কোটি টাকা খরচ হয়েছে।
দায়িত্বরতরা জানিয়েছেন, ইবাদতের পাশাপাশি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে। চার তলা বিশিষ্ট এই রাজশাহী মহানগর মডেল মসজিদটিতে রয়েছে গাড়ি পার্কিং, মরদেহ গোসলকরণ কক্ষ, নামাজের স্থান, লাইব্রেরি, হেফজখানা, ভিআইপি রেস্ট রুমসহ ফ্লোর ভিত্তিক বিভিন্ন সুযোগ সুবিধা।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসন আবদুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।