November 16, 2025, 1:53 pm

রাবিতে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের নতুন কমিটি গঠন

রাবিতে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সমাজকর্ম বিভাগের অধ্যাপক তানজিমা জোহরা হাবিবকে আহ্বায়ক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক রনক জাহানকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (৪ জুলাই ) রাতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১৫তম সিন্ডিকেট সভায় এ কমিটি করা হয়। নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর।

কমিটিতে সদস্য হিসেবে আছেন ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক আবু বকর ইসমাইল, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, অ্যাডভোকেট ইসমত আরা ও অ্যাডভোকেট শিখা।

উল্লেখ্য, ২০২০ সালে মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের ৪৯৮তম সিন্ডিকেট সভায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক রেজিনা লাজকে আহ্বায়ক এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রুকসানা বেগম সদস্য সচিব করে দুই বছরের জন্য যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কমিটি করা হয়েছিল। সম্প্রতি তাদের মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.