নিউজ ডেস্ক
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে হেরে গেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
ভোট গণনা শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন। তিনি পেয়েছেন ১৮৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ১৭৩৮৯ ভোট। দুজনের ভোটের ব্যবধান ১২৪৬।
এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বিস্তারিত আসছে…