নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগরের আয়োজনে ডিজিটাল বাংলাদেশের ছাত্রসমাজের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে ৭৫ টি অনলাইন ক্লাস শুরু হয়েছে।
শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের দিকনির্দেশনায় রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে ৭৫ টি অনলাইন ক্লাস শুরু হয়েছে।গত জানুয়ারি মাসের ১২ তারিখে এই ক্লাস ইতিমধ্যে রাজশাহীর ছাত্রসমাজের মাঝে তুমুল জনপ্রিয়তা পেয়েছে সেই সাথে জেলার বিভিন্ন পর্যায়ের মানুষজন এই ক্লাসের প্রশংসা করেছেন।
রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর এ প্রসঙ্গে বলেন শিক্ষা নগরী রাজশাহী থেকে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারা এবং দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে শিক্ষার্থীদের কে স্মার্ট করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের স্মার্ট সভাপতি সাদ্দাম ভাইয়ের সার্বিক দিকনির্দেশনায় আমি শুরু করি এই যাত্রা এখানে রাজশাহীর সনামধন্য সকল শিক্ষকরা ক্লাস নিচ্ছেন এবং আগামীতেও নিবেন।