হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত এবং অন্তত আরও ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলার বাহুবল উপজেলার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। বাসটি বাহুবলের বাগানবাড়ি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলতে থাকা বাসটি হঠাৎ করে সড়কে উল্টে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চার যাত্রী মারা যান। তাদের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়েছে।