October 5, 2025, 5:10 am

News Headline :
মহানগর ডিবি হুমায়ন কবিরের ব্যক্তিগত আক্রোশ থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীতে আবারও পুকুর ভরাট, এলাকাবাসীর উদ্বেগ রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর জেনারেল হাসপাতাল দখলের চেষ্টা, পার্টনারশিপে দ্বন্দ্ব, থানায় অভিযোগ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন ‘হাইব্রিড’ ও দখলবাজদের ছাঁটাইয়ের ঘোষণা রাজশাহীতে স্বেচ্ছাসেবকদলের কর্মীসভায় আরডিএ’র কোটি টাকা কাজে অংশ নিয়েছে লিটনের চাচতো ভাই ডলার রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, দোষীদের গ্রেফতারের দাবি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: আরএমপির সংবাদ বয়কটের ঘোষণা
রামেকে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত, ভর্তি ৬

রামেকে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত, ভর্তি ৬

নাহিদ ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও এক নিপাহ ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন ওই রোগীর নাম ফরিদা (২৫)।

বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

বুধবার (১ মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই যুবতীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।

জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ জানান, বেশ কিছু দিন আগে ফরিদাসহ তার শ্বশুরের পরিবারের লোকজন খেজুরের কাঁচা রস পান করেন।

রস পানের কয়েকদিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হন। কয়েকদিন আগে তিনি মারা যান।

এদিকে, গত ২২ ফেব্রুয়ারি মস্তিষ্কের প্রদাহ নিয়ে ফরিদা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়। গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। তবে ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়।

এছাড়া ফরিদার শাশুড়িও জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে তারও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রামেক হাসপাতালের নিপাহ ওয়ার্ডে বর্তমানে ছয়জন রোগী ভর্তি আছেন তাদের নমুনা পরীক্ষারও কাজ চলছে।

এর আগে চলতি বছরেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। শীতের শেষেও তাই নিপাহ ভাইরাস সংক্রমণের বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

দপ্তর থেকে খেজুরের কাঁচা রস পান করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.