November 23, 2025, 2:06 am

শিবগঞ্জে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

শিবগঞ্জে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

শিবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রশিক্ষক জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম ও সহকারী  পরিচালক ওয়াহেদা খাতুন।এতে আরও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে  সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম ও ভেটেরিনারী সার্জন ডা. আবু ফেরদৌস।এতে কোর্স পরিচালক ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। প্রশিক্ষণে পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের প্রকল্পভুক্ত গ্রাম কমিটির সভাপতি, সম্পাদিকা, সদস্য, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারী ও বিভিন্ন  ভাতাভোগীর ২৮ জন অংশগ্রহণ করেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.