মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য, কুইজ ও রচনা প্রতিযোগিতার মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে পরিষদের হলরুমে ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, বীরমুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া প্রমুখ।শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে।এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, সহসভাপতি প্রবীণ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও আবু বক্কর সিদ্দিক, ধর্মবিষয়ক সম্পাদক আফসার আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোবারক আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্তসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।