November 23, 2025, 12:51 am

রাজশাহীতে প্রতিবন্ধী তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

রাজশাহীতে প্রতিবন্ধী তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘অনানুষ্ঠানিক খাতে প্রতিবন্ধী তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে এ পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম।রেহেনা পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারি মহসিন আলী। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচী নিয়ে আলোচনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচীর বিভাগীয় ম্যানেজার মাসুদ রানা। বক্তব্য রাখেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচীর এলাকা ব্যবস্থাপক নিতীশ কুমার বাওয়ালী।অনুষ্ঠানে বক্তারা একই সিদ্ধান্তে মতামত দেন যে, প্রতিবন্ধী ও হিজড়া সম্প্রদায়ের ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি করে পরিবেশ তৈরী করা খুবই জরুরী।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কর্মস্থলে প্রবেশগম্যতার ক্ষেত্রে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি ব্র্যাকসহ অন্যসব বেসরকারি প্রতিষ্ঠানকে বিষয়গুলো বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল জলিল বলেন, সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠি-প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য প্রত্যেকের পেশাদারিত্ব ও নৈতিকতার প্রতি দায়িত্বশীল হতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রতিবন্ধী বিষয়ক প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা চেম্বারস নেতৃবৃন্দ ও মার্কেট কমিটির নেতৃবৃন্দ। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেন্ডার ও জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসুচির আঞ্চলিক ব্যবস্থাপক, জেলা ব্যবস্থাপক, সেক্টর স্পেশালিস্ট, আইএসডি এর কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.