July 7, 2025, 12:17 pm

News Headline :
‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রাজশাহী প্রেসক্লাবের কথিত সভাপতি ‘জুলু’ সেনা অভিযানে গ্রেফতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটিতে আওয়ামীলীগের দোসরদের অপসারনের দাবীতে স্মারকলিপি প্রদান রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা দলের নেতাকে লাথি, এনসিপির রাজশাহীর যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি রথ মেলায় এবার যুবদল সদস্য সুইটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বরিশালে রিক্সা চালকদের মাঝে ছাত্রনেতা মাসুম’র রেইনকোর্ট বিতরণ
তানোরে ওসির বিরুদ্ধে মন্দিরের ডেকোরেশন ও মেলা ভেঙ্গে দেয়ার অভিযোগ

তানোরে ওসির বিরুদ্ধে মন্দিরের ডেকোরেশন ও মেলা ভেঙ্গে দেয়ার অভিযোগ

তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জাম মিয়ার বিরুদ্ধে কামারগাঁ বাজারে সর্বজনীন দূর্গা মন্দির রয়েছে। গোবিন্দ মন্দিরের ডেকোরেশন ও মেলার দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে কামারগাঁ সর্বজনীন গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জর কুমার দাস বাদি হয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কামারগাঁ সর্বজনীন গোবিন্দ মন্দির বহু বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের হরিবাশর অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবার ও হিন্দু সম্প্রদয়ের লোকজন ১৬ প্রহর ব্যাপি হরিবাশরের আয়োজন করেন।

এ উপক্ষে ঐতিহ্যবাহী বার্ণির গঙ্গাস্নান যাত্রা, পূজা, পাঠাবলী ও মেলা আয়োজন করা হয়। গত ১৮ মার্চ রাত এক টার দিকে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জাম মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কামারগাঁ সর্বজনীন গোবিন্দ মন্দিরে উপস্থিত হয়ে গোবিন্দ মন্দিরের ডেকোরেশন ও মেলার দোকান ভাংচুর করেন। এসময় সনাতন ধর্মাবলম্বীরা বাধা দিতে গেলে ওসি তাদের উপর চওড়া হন।

নিরুপাই হয়ে মন্দির কমিটির লোকজন জেলা পুলিশের এসপিকে বিষয়টি অবগত করেন। ১৯ মার্চ সকালে ওসি পূর্নরায় কামারগাঁ গেলে সনাতন ধর্মাবলম্বীদের তোপের মুখে পড়েন। সার ব্যবসায়ী বিকাশ ও গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জর কুমার দাস স্থানীয় লোকজনদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে ওসি ঘটনাস্থল থেকে গাড়িতে চড়ে চলে যান। পরে রাজশাহী জেলার সহকারী পুলিশ সুপার সোনাতন চক্রবত্তি ঘটনা স্থলে এসে মন্দির কমিটির সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। এবং হিন্দু সম্প্রদয়ের ১৬ প্রহর ব্যাপি হরিবাশর মেলা সুষ্ঠ ভাবে পরিচালিত সে দিকে পুলিশি লক্ষ রেখে সকল ব্যবস্থ্যা করার কথা দেন।

সহকারী পুলিশ সুপারের কথা ১৬ প্রহর ব্যাপি হরিবাশর চালু হয়। সকলের উপস্থিতিতে ওসি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানান। তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, কামারগাঁ সর্বজনীন গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জর কুমার দাস বাদি হয়ে তানোর থানা ওসি’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে গেছেন। কামারগাঁ সর্বজনীন গোবিন্দ মন্দিরে যে ঘটনাটি ঘটেছে সেটি কাম্যনয়।

কামারগাঁ সর্বজনীন গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জর কুমার দাস বলেন, ওসি’র কর্মকান্ডের কারণে আমাদের দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন ওসির ভয়ে রয়েছে।

তবে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জাম মিয়ার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন মন্দিরের ডেকোরেশন ভাংচুর করিনি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.