November 23, 2025, 12:51 am

রাজশাহীসহ দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজশাহীসহ দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদঃ আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ ৩ দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টিপাত প্রবনতা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া মঙ্গলবার সকালে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টি কমার পাশাপাশি আজ থেকেই দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়।

এদিকে, ভোরে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্ক কেন্দ্রের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতেও বলেছে আবহাওয়া অধিদফতর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.