শিবগঞ্জ প্রতিনিধি: আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৪র্থ ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শিবগঞ্জে ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ প্রদানের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হলো শিবগঞ্জ উপজেলা।
এ উপলক্ষে বুধবার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যানিজষ্ট্রেট আফসানা ইয়াছমিন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, আসিফ মাহমুদ মিল্টন, শহিদুল ইসলাম শহিদ, রেজাউল করিম চঞ্চল, আব্দুল মোত্তালিব মোল্লা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৪র্থ ধাপে ১১৫টি পরিবারসহ এ উপজেলায় মোট ৪৪০জন গৃহহীন ও ভূমিহন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের মাধ্যমে উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হলো।