November 23, 2025, 2:01 am

নিয়ামতপুরে ঘর পেলেন আরও ৭৭ গৃহহীন পরিবার

নিয়ামতপুরে ঘর পেলেন আরও ৭৭ গৃহহীন পরিবার

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ৪র্থ পর্যায়ে প্রাধানমন্ত্রীর উপহার ঘর পেলেন আরো ৭৭টি ভূমি ও গৃহহীন পরিবার। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি।

বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বোধন করেন। তিনি বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা”- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ লাখ ৮২ হাজার ৩৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঘটনা বিশ্বে এটাই প্রথম।

প্রধানমন্ত্রী ভার্চুয়ালী উদ্বোধনের পূর্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়ালী বক্তব্য রাখেন।

ভূমিহীন ও গৃহহীন পরিবারদের হাতে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দাস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, সহ সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সরকারী দপ্তরের অফিসারবৃন্দ।

উল্লেখ্য, নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ম পর্যায়ে ৭১টি, ২য় পর্যায়ে ৭৫টি, ৩য় পর্যায়ে (১ম ধাপ) ৫৫টি, ৩য় পর্যায়ে (২য় ধাপ) ৫টি এবং ৪র্থ পর্যায়ে ৭৭টি মোট ২শ ৮৩টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.