October 8, 2025, 10:39 am

News Headline :
রাজশাহীতে পুকুর ভরাট ও গাছ কাটার মহোৎসব: প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত মহানগর ডিবি হুমায়ন কবিরের ব্যক্তিগত আক্রোশ থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীতে আবারও পুকুর ভরাট, এলাকাবাসীর উদ্বেগ রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর জেনারেল হাসপাতাল দখলের চেষ্টা, পার্টনারশিপে দ্বন্দ্ব, থানায় অভিযোগ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন ‘হাইব্রিড’ ও দখলবাজদের ছাঁটাইয়ের ঘোষণা রাজশাহীতে স্বেচ্ছাসেবকদলের কর্মীসভায় আরডিএ’র কোটি টাকা কাজে অংশ নিয়েছে লিটনের চাচতো ভাই ডলার
সাপাহারে জমি ও বাড়ি পেল ৯৬টি ছিন্নমূল পরিবার

সাপাহারে জমি ও বাড়ি পেল ৯৬টি ছিন্নমূল পরিবার

সাপাহার প্রতিনিধি: মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” সেটি বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এর আগে স্থানীয় সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার ভার্চুয়ালী যুক্ত হয়ে গৃহহীন পরিবারের সাথে মতবিনিময় করেন।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা ৯৬টি অসহায় গৃহহীন ছিন্নমূল সুফলভোগীদের হাতে কবুলিয়াত দলিল, নামজারী খতিয়ান,গৃহ প্রদানের সার্টিফিকেট ও ডিসিআর হস্তান্তর করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি)শারমিন জাহান লুনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: খাদিজা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদরেজা সারোয়ার সহ নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৯৬টি বাড়ির মধ্যে লালচান্দা ৩৬টি,নিশ্চিন্তপুর ভেরাগুড়ি ৩২টি, নিশ্চিন্তপুর পুলিশ ফাঁরির নিকট ১৫টি, ভূমি অফিসের নিকট ৩টি,রসুলপুর ১০টি বাড়ি প্রদান করা হয় এবং পরবর্তীতে আরো ৮১টি বাড়ি নির্মানের কাজ চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.