নাহিদ ইসলাম,নিজস্ব প্রতিবেদক: কৃষিই সমৃদ্ধি এই স্লোগানে রাজশাহীর পবায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী আউশ ধান ও পাট বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম।উল্লেখ্য এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার একশো’ জন প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ৭০০ জন কৃষকের মাঝে উফশি আউশ জাতের ৫ কেজি ধান বীজ ও ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।