নাটের প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৭ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনার আওতায় পাট, উফসী আউস ধান বীজ ও সার বিতরণ করা হবে।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।প্রনোদনার আওতায় ২৩০০ কৃষককে ১ কেজি করে পাট বীজ, ৪৮০০ কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হবে।ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমূখ।