স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনা পানি উন্নয়ন বোর্ডের আলোচিত ৩ প্রকৌশলীর অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা আর স্বজনপ্রীতির অভিযোগে গঠিত তদন্ত টিমের তদন্তের একদিনের মাথায় বদলী হলেন নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন। তবে সুজন দাবী করেন, দীর্ঘদিন আগেই তিনি বদলীর আবেদন করেছিলেন।
এদিকে বদলীর জন্য করা আবেদন ঝুলে গেছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলমের। বুধবার অভিযোগ তদন্তে আসেন রংপুর সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তাহেরসহ দুইজন।
বৃহস্পতিবার বদলী হওয়া পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজনের কাছ থেকে অতিরিক্ত দায়িত্ব বুঝে নেন বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার।
জানা যায়, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলম, নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন ও উপ বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমানের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট দপ্তরের কয়েকজন কর্মচারীসহ ঠিকাদার।
অভিযোগের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের রংপুর সার্কেল-২ তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তাহেরকে তদন্ত টিমের প্রধান করে সহকারী পরিচালক (প্রশাসন) এসএম শাখাওয়াত রহমানসহ একটি তদন্ত টিম গঠন করা হয়।
বুধবার তদন্ত টিমের প্রধান আবু তাহের তদন্ত শেষে জানান, পাবনা পানি উন্নয়ন বোর্ডের ৫৬ জনের কাছ থেকে পৃথক পৃথক কাগজে গোপনীয়তা বজায় রেখে মতামত গ্রহণ করেছেন। সেই মতামত পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন আকারে তৈরী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দেবেন।
এদিকে বদলী হওয়া পাবনা পাউবোর নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন মুঠোফোনে জানান, কয়েক মাস আগে আমি বদলীর আবেদন করেছিলাম। সেই আদেশে মাগুড়া কর্মস্থলে চলে যাচ্ছি। সেখানকার নির্বাহী প্রকৌশলী এ কে এম মমিনুল ইসলাম পাবনার কর্মস্থলে আসছেন।
বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বলেন, বৃহস্পতিবার দায়িত্ব বুঝে নিয়েছি। নতুন প্রকৌশল যোগদান না করা পর্যন্ত আমি অতিরিক্ত দায়িত্ব পালন করবো।
পাবনায় বদলী হয়ে আসছেন মাগুড়ার নির্বাহী প্রকৌশলী এ কে এম মমিনুল ইসলাম। তিনি মুঠোফোনে জানান, বদলীর আদেশ পেয়েছি। খুব দ্রুত পাবনায় যোগদান করবো।
এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার সাথে সাথে তত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলম অন্যত্র বদলীর জোর তদবির করলেও তদন্ত টিমের কারনে ঝুলে গেছে বদলী কার্যক্রম। মূলত পাবনা পানি উন্নয়ন বোর্ডের এই তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলমের বিরুদ্ধেই ছিল সীমাহীন দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা আর স্বজনপ্রীতির অভিযোগ। ছিল সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ আর অশালীন বকাবাজি। তদন্ত টিম আসার আগেই তিনি বদলীর জন্য নানা তদবীর করেও বদলীর রফা করতে ব্যর্থ হন।
এ ব্যাপারে তার মন্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় মতামত নেয়া সম্ভব হয়নি।
এদিকে তদন্ত টিমের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পাবনা পাউবোর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা, কর্মচারীসহ ঠিকাদাররা। তাদের দাবী, অস্বচ্ছতার মধ্যে নামেমাত্র তদন্ত করা হয়েছে। এই তদন্তে অভিযুক্তদের বাঁচানোর অপচেষ্টা করা হচ্ছে। অভিযোগ গুলো গুরুত্বের সাথে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে তদন্ত টিমের প্রধান আবু তাহের দাবী করেন, স্বচ্ছতার মাধ্যমেই তদন্ত কাজ সম্পন্ন করা হয়েছে।