স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনায় ‘অনন্য সমাজ কল্যাণ সংস্থা’র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সংস্থার বরখাস্তকৃত সাবেক কর্মকর্তাদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্সসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে শহরের প্রধান সড়কে জেলার ৪৫টি বেসরকারী উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত ‘ক্ষুদ্র এনজিও জোট’ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, অনন্য সমাজ কল্যাণ সংস্থার সাবেক কর্মকর্তা লিয়াকত আলী, মতিউর রহমান, টিপু বিশ্বাস ও তুরানী সুলতানা সংস্থার দায়িত্বে থাকাবস্থায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৭ কোটি অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থা। যা আদালতে বিচারাধীন রয়েছে। চলমান মামলাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। সেইসাথে অর্থআত্নসাৎকারীরা অনন্য সমাজ কল্যাণ সংস্থাকে বন্ধ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত তারা।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ক্ষুদ্র এনজিও জোটের সদস্য সচিব ও সূচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, জোটের আহবায়ক আসাস‘র নির্বাহী পরিচালক আবু হানিফ, হারডোর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, কর্ণফুলীর আব্দুল লতিফ, রূপার সুইটি পারভীন, উদ্দীপনের আলেয়া ইয়াসমিন, শোভার হুমায়ুন কবির প্রমুখ।
মানববন্ধন শেষে ক্ষুদ্র এনজিও জোটে নেতৃবৃন্দ অনুদান ভিত্তিক প্রকল্প সমূহ চালু, বৈদেশিক অর্থ ছাড় সহজী করণ, যথাযথ সময় অর্থ ছাড়, অনলাইন আবেদনে মধ্য-স্বত্বভোগী বন্ধেন দাবীসহ অর্থ আত্মসাৎকারী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।