নওগাঁ প্রতিনিধি: নওগাঁ পৌর খুচরা ও পাইকারী বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা খাদ্য বিভাগের সম্মিলিত বাজার নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করা হয়েছে।শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক নওগাঁ (সার্বিক) মোহাম্মদ ইব্রাহীম এর ৎ নেতৃত্বে পৌর বাজারের মুরগী বাজার, মাছ বাজার, মাংস বাজার, কাচা বাজার, পাইকারি ও খুচরা মুদি দোকান, রেস্তোরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মুল্য তালিকা এবং এর সাথে দামের সামজ্জ্যতার মিল রেখে ব্যবসায়ীদের কেনাবেচা করার নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় যদি কেউ অনিয়ম বা রমযান মাসকে কেন্দ্র করে পুন্যের মুল্যবৃদ্ধির চেষ্টা করলে সেই ব্যবসায়ীদের ‘বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা।অভিযানে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি ) ফয়সাল বিন আহসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন ।