July 16, 2025, 7:41 pm

News Headline :
রাজশাহীতে মহিলাদলের প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩,  মেয়েরা এগিয়ে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ ১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক রাজশাহীতে কথিত সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
রাজশাহীতে রেলওয়ের জমিতে নিষেধাজ্ঞা দিয়ে হয়রানির অভিযোগ

রাজশাহীতে রেলওয়ের জমিতে নিষেধাজ্ঞা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রেলওয়ের জমির উপর নিষেধাজ্ঞা জারি করে ইজারাদারদের হয়রানি করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ব্যাহত হচ্ছে ওই জমিতে চলমান সামাজিক কর্মকান্ডও।                 জানা গেছে, নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মৌজার আরএস ২ নং খতিয়ানের রেলওয়ের ১৬ শতাংশ জমি লিজ নেন একই এলাকার জবির মাষ্টারের ছেলে শাওন, খোরশেদ আলীর ছেলে সজল, জহির আলীর ছেলে রকি ও আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন। হড়গ্রাম কোট স্টেশন মোড়ের পশ্চিমপাশের ওই জমিতে রমজান মাসে পথচারি ও স্থানীয় দুস্থ্যদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজনসহ নানা সামাজিক কর্মকান্ড চালানো হয়ে থাকে। যেখান থেকে স্থানীয় গরীব, অসহায় ও পথচার লোকজন উপকৃত হয়।

জমির ইজারাদার একজন সেলিম হোসেন জানান, গত ২০ মার্চ হটাৎ করেই কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জীবন চন্দ্র বর্মন ওই জমি ব্যবহারের উপর সর্তকীকরণ নোটিশ জারি করেন। যাতে ওই জমি ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়।স্থানীয় বাসিন্দা কাউসার জানান, আমরা নতুন প্রজন্মের তত্বাবধানে বিশিষ্ঠ সমাজসেবী আজিজুর আলম বেন্টুর সহযোগিতায় স্থানীয় লোকজন ১২/১৩ ধরে সেখানে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। কিন্তু হটাৎ করে ওই জমিতে পুলিশী নিষেধাজ্ঞা দেওয়ায় ইফতার মাহফিল আয়োজনে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। যা অত্যান্ত দু:খজনক।

জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জীবন চন্দ্র বর্মন বলেন, জমির মালিকা দাবিদার হড়গ্রাম রাণীদিঘী এলাকার আরশাদ আলীর আবেদনের প্রেক্ষিতে আদালত কাশিয়াডাঙ্গা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ওই জমিতে আইন-শৃংখলা বজায় রাখতে। এর প্রেক্ষিতে এই সর্তকীকরণ নোটিশ জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.