নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রেলওয়ের জমির উপর নিষেধাজ্ঞা জারি করে ইজারাদারদের হয়রানি করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ব্যাহত হচ্ছে ওই জমিতে চলমান সামাজিক কর্মকান্ডও। জানা গেছে, নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মৌজার আরএস ২ নং খতিয়ানের রেলওয়ের ১৬ শতাংশ জমি লিজ নেন একই এলাকার জবির মাষ্টারের ছেলে শাওন, খোরশেদ আলীর ছেলে সজল, জহির আলীর ছেলে রকি ও আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন। হড়গ্রাম কোট স্টেশন মোড়ের পশ্চিমপাশের ওই জমিতে রমজান মাসে পথচারি ও স্থানীয় দুস্থ্যদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজনসহ নানা সামাজিক কর্মকান্ড চালানো হয়ে থাকে। যেখান থেকে স্থানীয় গরীব, অসহায় ও পথচার লোকজন উপকৃত হয়।
জমির ইজারাদার একজন সেলিম হোসেন জানান, গত ২০ মার্চ হটাৎ করেই কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জীবন চন্দ্র বর্মন ওই জমি ব্যবহারের উপর সর্তকীকরণ নোটিশ জারি করেন। যাতে ওই জমি ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়।স্থানীয় বাসিন্দা কাউসার জানান, আমরা নতুন প্রজন্মের তত্বাবধানে বিশিষ্ঠ সমাজসেবী আজিজুর আলম বেন্টুর সহযোগিতায় স্থানীয় লোকজন ১২/১৩ ধরে সেখানে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। কিন্তু হটাৎ করে ওই জমিতে পুলিশী নিষেধাজ্ঞা দেওয়ায় ইফতার মাহফিল আয়োজনে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। যা অত্যান্ত দু:খজনক।
জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জীবন চন্দ্র বর্মন বলেন, জমির মালিকা দাবিদার হড়গ্রাম রাণীদিঘী এলাকার আরশাদ আলীর আবেদনের প্রেক্ষিতে আদালত কাশিয়াডাঙ্গা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ওই জমিতে আইন-শৃংখলা বজায় রাখতে। এর প্রেক্ষিতে এই সর্তকীকরণ নোটিশ জারি করা হয়েছে।