নিজস্ব প্রতিবেকঃ রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান এর পরিচালনায় মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল বৃদ্ধি করে থাকে। সেই সাথে কৃত্রিম সংকটের মাধ্যমে বাজারে পণ্যের সংকট সৃষ্টি করে। প্রতিটি বাজারে কোন ব্যবসায়ী মাহে রমজানকে পুজি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। প্রশাসনের সঠিক নজর দারির ফলে ব্যবসায়ীরা আর দ্রব্যের মূল্য ইচ্ছে মতো নিতে পারবেনা। দেশে বর্তমানে কোন পণ্যের ঘাড়তি নেই। সেই সাথে ভবানীগঞ্জ, শিকদারী হাটসহ গুরুত্বপূর্ণ হাটের যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণেও কথা বলেন। এছাড়াও উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম শেষ করার নির্দেশ প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান সহ মাসিক সমন্বয় সভার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।