নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় বেসরকারি সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ(সিসিডিবি)’র আয়োজনে মাঠ দিবস ও তাপ সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের বারি-৩৩গম প্রদর্শনী অনুষ্ঠিত
হয়েছে।
ব্রেড ফর দা ওয়ার্ল্ড জার্মানীর অর্থায়নে ও জলবায়ু অভিযোজিত কৃষি প্রযুক্তির উদ্ভাবন, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রসারের আওতায় বুধবার উপজেলার ছাওড় বড়পুকুরিয়ায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন ছাওড় ইউপি সদস্য নুরুল হোদা, আশরাফুল ইসলাম ও মরিয়ম বেগম শিমু।
সংশ্লিষ্ট সংস্থার উপজেলা ব্যবস্থাপক স্টিভ রায় রোপন এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপ- সহকারি কৃষি কর্মকর্তা আকমাল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ উপস্তিত ছিলেন। এর আগে বারি-৩৩গম কেটে এর উদ্বোধন করেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।