নাহিদ ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় রাজশাহীতেও সরকারি হাসপাতালে বসে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।এদিকে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক ও পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, হুজুরীপাড়া ইউপি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা।
এ ব্যাপারে ডা. রাবেয়া বসরী বলেন, প্রাথমিকভাবে রাজশাহীতে শুধুমাত্র পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম চালু হলো। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যমান সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বিকেলেও সরকারি চিকিৎসকরা রোগী দেখবেন। একইসঙ্গে নামমাত্র মুল্যে হাসপাতালগুলোতে সকল পরীক্ষা-নিরীক্ষাও করা যাবে।
জানা গেছে, বর্তমানে চারজন কনসালটেন্ট ও ১০ জন মেপিকেল অফিসার পর্যায়ক্রমে এই বিভাগে চিকিৎসা সেবা দিবেন। যারমধ্যে কনসালটেন্ট ডা. বাসেদ আলী, ডা. আনোয়ার হোসেন, ডা. নিশাত আনাম বর্ণা ও ডা. খিজির হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেলের সকল ডাক্তার ও কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।