October 14, 2025, 4:02 am

News Headline :
রাজশাহীতে ডিসি ফুড ও আরসি ফুডের ছত্রছায়ায় লুটপাট ঐক্যের প্রতিক বরেন্দ্র প্রেসক্লাবের নব-নির্বাচিত সাংবাদিকদের সংবর্ধনায় ইউএনও রাজশাহীতে পুকুর ভরাট ও গাছ কাটার মহোৎসব: প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত মহানগর ডিবি হুমায়ন কবিরের ব্যক্তিগত আক্রোশ থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীতে আবারও পুকুর ভরাট, এলাকাবাসীর উদ্বেগ রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর জেনারেল হাসপাতাল দখলের চেষ্টা, পার্টনারশিপে দ্বন্দ্ব, থানায় অভিযোগ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন
যেভাবে সেমাই ‘কাস্টার্ড কাপ’ তৈরি করবেন

যেভাবে সেমাই ‘কাস্টার্ড কাপ’ তৈরি করবেন

লাইফ ডেস্ক: ঈদে সেমাইয়ের নানা পদ না থাকলে কী চলে! সেমাই দিয়ে বাহারি সব পদ তৈরি করা যায়। যার মধ্যে নবাবি সেমাই, ঝরঝরে সেমাই কিংবা পাতলা সেমাই অন্যতম।

তবে ঈদের দিন যারা সেমাইয়ের সুস্বাদু ও আর্ষণীয় পদ তৈরি করতে চান তাদের জন্য সেরা পছন্দ হতে পারে সেমাই কাস্টার্ড কাপ।

জেনে নিন রেসিপি-
উপকরণ

১. লম্বা সেমাই এক প্যাকেটের অর্ধেক
২. পানি ২ টেবিল চামচ
৩. কনডেন্সড মিল্ক আধা কাপ ও
৪. ঘি ৩ টেবিল চামচ।

পদ্ধতি
চুলায় প্যান বসিয়ে তাতে ঘি দিয়ে সেমাই ভাজতে হবে ২-৩ মিনিট। এবার সামান্য পানি মিশিয়ে একটু নাড়লেই সেমাই সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। চুলা একদম কম আঁচে রাখুন। এরপর দিয়ে দিন কনডেন্সড মিল্ক।

অল্প সময় নাড়লেই সেমাই কিছুটা আঁঠালো হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করা কাপ কেকের মোল্ডে বা ছোট স্টিলের বাটিতে সেমাই দিয়ে চা চামচ দিয়ে চেপে চেপে সেট করে দিন।

গরম থাকতেই এ কাজটা করতে হবে। কোনো অংশ যেন ফাঁকা না থাকে। সুন্দর করে পুরো জায়গাটাতেই সেমাই দিয়ে ভরে দিতে হবে।

তাহলে যখন কেকের মোল্ড থেকে বের করা হবে তখন দেখতে ছোট বাটি অথবা কাপের মতো লাগবে। সেমাইয়ের বাটি বানিয়ে ফ্রিজে এক ঘণ্টা রেখে দিলেই সুন্দর সেট হয়ে যাবে।

বেশি বড় বাটিতে সেমাই সেট করার চেষ্টা করলে বাটি থেকে উঠানোর সময় ভেঙে যেতে পারে।

যেভাবে কাস্টার্ড তৈরি করবেন

পদ্ধতি

১. তরল দুধ ২ কাপ
২. চিনি ৪ টেবিল চামচ ও
৩. কাস্টার্ড পাউডার ৪ টেবিল চামচ

পদ্ধতি

সব একসঙ্গে মিশিয়ে জ্বাল দিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। অল্প সময় জ্বাল দিলেই ঘন থকথকে হয়ে আসবে। এক ঘণ্টা পর ফ্রিজ থেকে কেকের মোল্ড বের করে খুব সাবধানে সেমাইয়ের বাটি বের করে নিন।

এবার এই কাপের মধ্যে কাস্টার্ড পরিমাণমতো দিয়ে উপরে নিজের ইচ্ছে মত কিসমিস, বাদাম কুচি, চেরি বা খেজুর কুচি দিয়ে সাজিয়ে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে সেমাই কাস্টার্ড কাপ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.