নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোজিবরের মোড় এলাকায় রতন নামের এক ডিসি অফিসের কর্মচারি অবৈধ ভাবে পুকুর ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার থেকে দিনে ও রাতে ড্রাম ট্রাকে করে বালু দিয়ে ২ বিঘা জমির ওই পুকুর ভরাট করছে।
জানা গেছে, পবা উপজেলার ৩ নং দামকুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোজিবরের মোড় হরিসারডাইং গ্রামের এলাকায় মৃত রহমতের ছেলে রতন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি পদে কর্মরত রয়েছেন। ক্ষমতার দাপটে তার বাড়ির পাসে দুই বিঘার পুকুরটি সরকারি নিষেধাজ্ঞা ভংঙ্গ করে তিনি পুকুর ভরাট করছেন। পবা উপজেলা এ্যসিল্যন্ড তাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তিনি আজ রোববার পর্যন্ত অবৈধ ভাবে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। ওই পুকুর ভরাটে সহায়তা করছেন ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে বাপ্পি।স্থানিয়দের অভিযোগ, ছোট রাস্তা দিয়ে ড্রাম ট্রাকে করে বালু বহন করে নিয়ে গিয়ে ওই পুকুর ভরার করছে রতন। এলাকার মানুষ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে রতন। রতন ডিসি অফিসে চাকুরী করে। ক্ষমতার দাপটে সে অবৈধ ভাবে পুকুর ভরাট করছে। এ বিষয় থানা পুলিশ কে জানিয়েও কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয় ডিসি অফিসের কর্মচারি রতন বলেন, পুকুর না ধানি জমি ভরাট করছিলাম। তবে এ্যসিল্যন্ড স্যার কাজ বন্ধ রাখতে বলেছে তাই কাজ বন্ধ রেখেছি বলে অস্বীকার করেন তিনি।
পবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ বলেন, পুকুর খনন বা পুকুর ভরাট অবৈধ। কেউ অনুমোতি ছাড়া পুকুর ভরাট ও খনন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে।