নাহিদ ইসলাম,নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ-বছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন যাত্রার মান উন্নয়নে এসব বিতরণ করা হয়।
রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আদিবাসী নেতা ও অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর নির্বাহী পরিচালক রাজকুমার সাঁও, পবা উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা বাদশা, ডাংগের হাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলি সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে বিদ্যালয়ের শিক্ষকদেরকে স্মার্ট হতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের কেও স্মার্ট শিক্ষার্থী করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে হবে। আগামীতে দেশের হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, রাষ্ট্র পরিচালনায় আইনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক সমান। নারী পুরুষ ভেদে কোন বৈষম্য নেই। জাতি, ধর্ম, বর্ন এবং জন্মস্থান নির্বিশেষে সেখানেও কোন বৈষম্য নেই। সেকারণেই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীদের স্বীকৃতি দিয়েছে এবং রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করছে। কাজেই প্রিয় শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাওয়ার পথ আমাদের নিজেদের ঠিক করে নিতে হবে। রাষ্ট্র যেহেতু আমাদের বৈষম্য করছে না তাই আমাদের নিজেকে নিজের উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। কারো সম্পদ আছে, আবার কারো নেই, অর্থনৈতিক সক্ষমতা সবার এক সমান নয়। তাই মন দিয়ে পড়তে হবে। পড়াশোনা শেষ করে, ভালো রেজাল্ট করে, ভালো কর্মসংস্থান করে নিজের অবস্থার উন্নয়ন ঘটাতে হবে এবং পিতা মাতার পাশে দাড়াতে হবে। স্মার্ট বাংলাদেশের নাগরিক হতে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে হবে।
উল্লেখ্য, কর্মসূচির আওতায় এসময় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের ছাত্রছাত্রীদের ২০ জনের মধ্যে বাই সাইকেল ও তিনটি ক্যাটাগরিতে ১ম থেকে ৫ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।