নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ২০২২-২৩ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ ও যাকাতের চেক বিতরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।ইসলামিক ফাউন্ডেশনের পবা প্রতিনিধি মো. রুহুল আমিন নুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পবা ফিল্ড সুপার ভাইজার মো. মুসলেহুদ্দীন, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বালিয়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো: রেজাউল করিম, দোয়া ও মুনাজাত করেন ইসলামিক ফাউণ্ডেশন পবা সাধারণ কেয়ার টেকার জিয়াউল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, পবা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম গোলাম মাওলাসহ ইমাম, আলেম, ও শিক্ষক ও উপকারভোগীসহ ইসলামিক ফাউণ্ডেশন প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্নএ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ করে অসহায় দরিদ্রের মাঝে বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে পবা উপজেলার ৩০ জন উপকার ভোগীর মাঝে এক লাখ সাতানব্বই হাজার চারশত সত্তর টাকা বিতরণ করা হয়। দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।