নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে র্যাব পরিচয়ে মাথায় পিস্তল টেকিয়ে ৫লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মোজাহার আলী (২৮) মোহনপুর উপজেলার কেশরহাট ইসলামী ব্যাংক শাখা হতে ৫ লাখ ৮০ হাজার টাকা তুলে ভ্যানযোগে নিজ বাড়ি বাগমারা উপজেলায় যাওয়ার সময় বাগমারা ও মোহনপুরের মধ্যবর্তী ধামিন নওগাঁ বিলের মধ্যে র্যাব পরিচয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকাগুলি ছিনতাই করে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা মোজাহারসহ তার সাথে থাকা ভ্যানচালক ও তার মামা মজোপাড়া গ্রামের নজের আলীর ছেলে দুলাল হোসেন (৪০) এর মোবাইল ফোন কেড়ে নিয়ে কালো মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে চোখ বেঁধে আহত অবস্থায় রাস্তার ধারে ফেলে পালিয়ে যায়।
মোজাহার বাগমারা উপজেলার আউচপাড়া ইউপির ইন্দ্রপুর গ্রামের আলহাজ্ব ফজের আলীর ছেলে। সে কুমিল্লা মুন ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত। বাড়ির কাজ করার জন্য সে টাকাগুলি তুলেছিল।
এবিষয়ে মোহনপুর থানার ওসি মোহা. সেলিম বাদশাহ্ বলেন বিষয়টি নিয়ে আমি ও আমার উর্ধতন স্যাররা কাজ করছি। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।